আর্জেন্টিনার খেলা কবে ২০২৩ বাংলাদেশ সময় , স্কোয়াড, যেভাবে দেখা যাবে?

কাতার ফুটবল বিশ্বকাপের পর ২০২৩ সালে আর্জেন্টিনার কয়টি ম্যাচ খেলবে, ও বিপরীত দলের স্কোয়াড সহ যেভাবে লাইভ দেখতে পারবেন। সেই সম্পর্কে বিস্তারিত থাকছে এই আর্টিকেলে।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের সময়সূচি প্রকাশ করেছে ফিফা, ইতিমধ্যে দেখা গেছে আর্জেন্টিনার খেলা হবে ২০২৩, বাংলাদেশ সময় অনুযায়ী ৬ টি ও মার্চ মাসে ২টি সহ মোট ৮টি।
মার্চ মাসের দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যা পানামা ও কুরাসাও এর সাথে। বাকি ৬ টি ম্যাচ খেলবে, পেরো, ব্রাজিল উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে, বলিভিয়ার সাথে। এই ছয় খেলার সিডুল প্রকাশ করা হলেও সময় এখনো নির্ধারিত করা হয়নি।
আর্জেন্টিনারের সব খেলা যেভাবে লাইভ দেখা যাবে?
পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয় একটি খেলা হলো ফুটবল। আর এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হলো আর্জেন্টিনা। প্রত্যেক বছরে কিছু সংখ্যক খেলা দেখা যায় তাদের। আর্জেন্টিনারের সব কয়েকটি ম্যাচ সরাসরি দেখতে পারবেন TYC SPORTS এর মাধ্যমে।
আর্জেন্টিনারের খেলা কবে ২০২৩ ও প্রত্যেক দলের তালিকা :
আর্জেন্টিনা দলের তালিকা ২০২৩
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোরেয়া, থিয়াগো, পাওলো দিবালা ও লিওনেল মেসি।
সেপ্টেম্বর ২০২৩ : ইকুয়েডর ( হোম ) , বলিভিয়া ( অ্যাওয়ে )
বলিভিয়া দলের তালিকা:
গোলরক্ষক: জাভিয়ের রোজাস, কার্লোস ল্যাম্পে, রুবেন কর্ডানো
সেন্টার-ব্যাক: আদ্রিয়ান জুসিনো, লুইস হকিন, জাইরো কুইন্টেরোস, লুইস বারবোজা
লেফট-ব্যাক: রবার্তো ফার্নান্দেজ, জর্জ ফ্লোরেস ডান-ব্যাক: দিয়েগো বেজারানো, হোসে সাগ্রেডো, অস্কার রিবেরা।
ডিফেন্সিভ মিডফিল্ড– দিয়েগো ওয়ায়ার
সেন্ট্রাল-মিডফিল্ড: বরিস সেসপেডিস, লিওনেল জাস্টিনিয়ানো, এরউইন সানচেজ, মোয়েসেস ভিলারোল
রাইট-মিডফিল্ড: এরউইন সাভেদ্রা অ্যাটাকিং
মিডফিল্ড: রামিরো ভাকা, হেনরি ভাকা, জেসন চুরা লেফট-উইঙ্গার: জাউমে কুয়েলার
সেন্টার ফরোয়ার্ড: হুয়ান কার্লোস আর্স, রদ্রিগো রামালো, গিলবার্ট আলভারেজ, মার্সেলো মোরেনো।
ইকুয়েডর খেলোয়াড়দের তালিকা ২০২৩
গোলরক্ষক: মোয়েসেস রামিরেজ, আলেকজান্ডার ডমিঙ্গেজ, হার্নান গালিন্দেজ।
ডিফেন্ডার: পিয়েরো হিনকাপি, রবার্ট আরবোলেদা, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, জ্যাকসন পোরোজো, জাভিয়ের আরেগা, ফেলিক্স তোরেস, দিয়েগো প্যালাসিওস, উইলিয়াম পাচো।
মিডফিল্ডার: কার্লোস গ্রুয়েজো, জোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্রাঙ্কো, ময়েসেস ক্যাসেডো, অ্যাঞ্জেল মেনা, জেরেমি সারমিয়েন্টো, আইরটন প্রিসিয়াডো, সেবাস্তিয়ান মেন্ডেজ, গঞ্জালো প্লাটা, রোমারিও ইবাররা।
ফরোয়ার্ড: জোর্কাইফ রেসকো, কেভিন রদ্রিগেজ, মাইকেল এস্ট্রাদা, এনার ভ্যালেন্সিয়া।
অক্টোবর ২০২৩ : প্যারাগুয়ে ( হোম ) , পেরু ( অ্যাওয়ে )
প্যারাগুয়ের খেলোয়াড় লিস্টে ২০২৩
গোলরক্ষক: আলফ্রেদি আগুইলার, জেরার্ডো অর্টিজ, অ্যান্টনি সিলভা, হুয়ান এসপিনোলা।
সেন্টার-ব্যাক: গুস্তাভো গোমেজ, রবার্ট রোজাস, ফ্যাবিয়ান বালবুয়েনা, ওমর অ্যালডেরেতে, জুনিয়র আলোনসো, হেক্টর মার্টিনেজ, অ্যালেক্সিস ডুয়ারে
লেফট-ব্যাক: সান্তিয়াগো আরজামেন্ডিয়া ডান-ব্যাক: জুয়ান এসকোবার।
ডিফেন্সিভ মিডফিল্ড: গ্যাস্টন গিমেনেজ, আন্দ্রেস কিউবাস, পিরিস দা মোটা।
সেন্ট্রাল মিডফিল্ড: রিচার্ড সানচেজ, ম্যাথিয়াস ভিলাসান্তি, জর্জে মোরেল, অ্যাঞ্জেল কার্ডোজো লুসেনা, হুগো মার্টিনেজ, ব্রায়ান ওজেদা।
অ্যাটাকিং মিডফিল্ড: মিগুয়েল আলমিরন, কাকু, অস্কার রোমেরো
লেফট-উইঙ্গার: ব্রায়ান সামুদিও
রাইট উইঙ্গার: জুলিও এনসিসো, অ্যানোটনিও বেরেরিও সেন্টার ফরোয়ার্ড: কার্লোস গঞ্জালেজ, গ্যাব্রিয়েল আভালোস।
পেরোর দলের স্কোয়াড ২০২৩
গোলরক্ষক: পেদ্রো গ্যালেসে, কার্লোস ক্যাসেদা, হোসে কারভালো
সেন্টার-ব্যাক: লুইস আব্রাম, আলেকজান্ডার ক্যালেনস, অ্যান্ডারসন সান্তামারিয়া, কার্লোস জামব্রানো, মিগুয়েল আরাউজো, রেঞ্জো গার্সেস, ক্রিশ্চিয়ান রামোস
লেফট-ব্যাক: মিগুয়েল ট্রাউকো, মার্কোস লোপেজ রাইট-ব্যাক: লুইস অ্যাডভিনিকুলা, আলডো করজো, ঝিলমার লোরা।
ডিফেন্সিভ মিডফিল্ড: রেনাতো তাপিয়া, পেদ্রো অ্যাকুইনো সেন্ট্রাল মিডফিল্ড: ইয়োশিমার ইয়োতুন, অ্যালেক্সিস আরিয়াস, মার্টিন তাভারা।
অ্যাটাকিং মিডফিল্ড: ক্রিশ্চিয়ান কুয়েভা, সার্জিও পেনা, রাজিয়েল গার্সিয়া।
রাইট উইঙ্গার: আন্দ্রে ক্যারিলো
সেন্টার ফরোয়ার্ড: রাউল রুইদিয়াজ, জিয়ানলুকা লাপাদুলা, পাওলো গুয়েরেরো (সি), অ্যালেক্স ভালেরা, লুইস ইবেরিকো
নভেম্বর ২০২৩ : উরুগুয়ে ( হোম ) , ব্রাজিল ( অ্যাওয়ে )
ব্রাজিলের খেলোয়াড় তালিকা ২০২৩
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরেস, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস, ব্রেমের।
মিডফিল্ডার: কার্লোস ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, এভারটন রিভেইরো।
ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, অ্যান্তোনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
উরুগুয়ের দলের তালিকা ২০২৩:
গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট ও সেবাস্তিয়ান সোসা।
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, মার্টিন ক্যাসেরেস, সেবাস্তিয়ান কোটস, হোসে গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, হোসে লুইস রোয়েস, হোসে লুইস রোজ ভারেলা ও মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, রদ্রিগো বেন্টানকুর, নিকোলাস দে লা ক্রুজ, লুকাস তোরেরা, ম্যানুয়েল উগার্তে, ফেদেরিকো ভালভার্দে ও মাতিও ভেচিনো।
ফরোয়ার্ড: অগাস্টিন ক্যানোবিও, এডিনসন কাভানি, ম্যাক্সি গোমেজ, ডারউইন নুনেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, লুইস সুয়ারেজ ও ফ্যাকুন্ডো টোরেস।