ইউরো কাপ কে কতবার জিতেছে : EURO Cup Champions list

ইউরো কাপ কে কতবার জিতেছে : EURO Cup Champions list

ইউরো কাপ কে কতবার জিতেছে : EURO Cup Champions list

ফুটবল বিশ্বকাপের পর ফুটবল প্রেমিদের সবচেয়ে আগ্রহের কেন্দ্রে থাকে ইউরো কাপ। ইউরো কাপের পুরো নাম হলো উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আমরা হয়তো অনেকেই ইউরো সম্পর্কে খোঁজ রাখি শুধু ইউরো কাপ সামনে আসলে কিন্তু প্রকৃত যারা ফুটবল প্রেমি আছেন তারা বার মাসেই ফুটবলের খবরা-খবর রেখে থাকেন। আজ আমরা আপনাদের সামনে বিগত দিনের ইউরো কাপ কোন দল কতবার নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবে।

ইউরো কাপ বা উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মুলত শুরু হয়েছিল ১৯৬০ সাল থেকে যা এখনো চলমান রয়েছে। ইউরো কাপের গত আসরের শিরোপা জিতেছিল ইতালি। ইউরো কাপের সর্বশেষ আসর ইউরো ২০২০ নামে পরিচিত হলেও এই আসর মূলত ২০২১ সালে অনুষ্ঠিত হয়। কারণ তৎকালীন সময়ে করোনা ভাইরাসের মাত্রা বেড়ে যাওয়ায় ২০২০ সালের ইউরো কাপ ২০২১ সালে আয়োজন করতে বাধ্য হয় কতৃপক্ষ।

এখনো পর্যন্ত ইউরো কাপ ১৬ বার আয়োজন করা হয়। এরমধ্যে ইউরো কাপের সবচেয়ে সফল দল হলো স্পেন ও জার্মানি। কারণ স্পেন ও জার্মানি  এখনো পর্যন্ত ৩ বার করে ইউরো চ্যাম্পিয়ান হয়েছে। যা অংশগ্রহণ কারী দল সমূহের মধ্যে সবচেয়ে বেশি। টানা দুই বার ইউরো কাপ জিতা একমাত্র দল হলো স্পেন। স্পেন ২০০৮ ও ২০১২ সালে টানা দুইবার চ্যাম্পিয়ান হয়েছিল। জার্মানি একমাত্র দল যারা কিনা ইউরোর ১৬ আসরের মধ্যে ১৪ টি আসরে অংশগ্রহণ করেছে।

একনজরে সবাই দেখে নিতে পারেন আপনাদের প্রিয় দলগুলো কেন কোন সালে চ্যাম্পিয়ান হয়েছে।

ইউরো চ্যাম্পিয়ন লিস্ট: Euro Champions List

২০২০ সালে চ্যাম্পিয়ান হয় ইতালি এবং রানার-আপ হয় ইংল্যান্ড।

২০১৬ সালে চ্যাম্পিয়ান হয় পর্তুগাল এবং রানার-আপ হয় ফ্রান্স।

২০১২ সালে চ্যাম্পিয়ান হয় স্পেন এবং রানার-আপ হয় ইতালি।

২০০৮ সালে চ্যাম্পিয়ান হয় স্পেন এবং রানার-আপ হয় জার্মানি।

২০০৪ সালে চ্যাম্পিয়ান হয় গ্রীস এবং রানার-আপ হয় পর্তুগাল।

২০০০ সালে চ্যাম্পিয়ান হয় ফ্রান্স এবং রানার-আপ হয় ইতালি।

১৯৯৬ সালে চ্যাম্পিয়ান হয় জার্মানি এবং রানার-আপ হয় চেক রিপাবলিক।

১৯৯২ সালে চ্যাম্পিয়ান হয় ডেনমার্ক এবং রানার-আপ হয় জার্মানি।

১৯৮৮ সালে চ্যাম্পিয়ান হয় নেদারল্যান্ডস এবং রানার-আপ হয় সোভিয়েত ইউনিয়ন।

১৯৮৪ সালে চ্যাম্পিয়ান হয় ফ্রান্স এবং রানার-আপ হয় স্পেন।

১৯৮০ সালে চ্যাম্পিয়ান হয় ওয়েস্ট জার্মানি এবং রানার-আপ হয় বেলজিয়াম।

১৯৭৬ সালে চ্যাম্পিয়ান হয় চেকোস্লোভাকিয়া এবং রানার-আপ হয় ওয়েস্ট জার্মানি।

১৯৭২ সালে চ্যাম্পিয়ান হয় ওয়েস্ট জার্মানি এবং রানার-আপ হয় সোভিয়েত ইউনিয়ন।

১৯৬৮ সালে চ্যাম্পিয়ান হয় ইতালি এবং রানার-আপ হয় যুগোস্লাভিয়া।

১৯৬৪ সালে চ্যাম্পিয়ান হয় স্পেন এবং রানার-আপ হয় সোভিয়েত ইউনিয়ন।

১৯৬০ সালে চ্যাম্পিয়ান হয় সোভিয়েত ইউনিয়ন এবং রানার-আপ হয় যুগোস্লাভিয়া।

Euro cup wining team: ইউরো কাপ কে কতবার জিতেছে

ইউরো কাপ কে কতবার জিতেছে চলুন জেনে নেয়া যাক। ইউরো কাপ এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল হলো জার্মানি কারন জার্মানি এখনো পর্যন্ত ৬ বার ফাইনাল খেলেছে যার মধ্যে ৩ বার তারা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। গৌরব বলছি এই জন্য কারন আমরা সবাই জানি ফুটবল বিশ্বকাপের পর ইউরো কাপ হলো সবচেয়ে মর্যাদা পূর্ণ লড়াই।

১৯৬০ সালে শুরু হওয়া ইউরো কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ান হয়েছিল সোভিয়েত ইউনিয়ন।  স্পেন মোট ৪ বার ফাইনাল খেলছিল ইউরোর যার মধ্যে তারা সর্বচ্চে ৩ বার ( জার্মানির সাথে যৌথভাবে) চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া সোভিয়েত ইউনিয়ন, ডেনমার্ক, চেকোস্লোভাকিয়া, নেদারল্যান্ডস, গ্রীস, পর্তুগাল ১ বার করে ইউরোর শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করে।

একনজরে দেখে নিন কে কতবার ইউরো কাপ জিতেছে :

জার্মানি ১৪ বার অংশগ্রহণ করে ৬ বার ফাইনাল খেলে ৩ বার শিরোপা জিতেছে।

স্পেন ১১ বার অংশগ্রহণ করে ৪ বার ফাইনাল খেলে ৩ বার ইউরো কাপের শিরোপা জিতেছে।

ফ্রান্স ১০ বার অংশগ্রহণ করে ২ বার ফাইনাল খেলে ২ বার ইউরো কাপের শিরোপা জিতেছে।

ইতালি ১০ বার অংশগ্রহণ করে ২ বার ফাইনাল খেলে ২ বার ইউরো কাপের শিরোপা জিতেছে।

চেকোস্লোভাকিয়া ৩ বার অংশগ্রহণ করে ২ বার ফাইনাল খেলে ১ বার ইউরো কাপের শিরোপা জিতেছে।

পর্তুগাল ৮ বার অংশগ্রহণ করে ২ বার ফাইনাল খেলে ১ বার চ্যাম্পিয়ান হয়েছে।

ডেনমার্ক ৯ বার অংশগ্রহণ করে ১ বার ফাইনাল খেলে ১ বার চ্যাম্পিয়ান হয়েছে।

নেদারল্যান্ডস ১০ বার অংশগ্রহণ করে ১ বার ফাইনাল খেলে ১ বার চ্যাম্পিয়ান হয়েছে।

গ্রীস ৪ বার অংশগ্রহণ করে ১ বার ফাইনাল খেলে ১ বার চ্যাম্পিয়ান হয়েছিল।

সোভিয়েত ইউনিয়ন ৫ বার অংশগ্রহণ করে ১ বার ফাইনাল খেলে ১ বার চ্যাম্পিয়ান হয়েছিল।

ইউরোপের যতগুলো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ রয়েছে তারাই মূলত ইউরো কাপে অংশগ্রহণ করে থাকে। প্রতি চার বছর পর পর ইউরো কাপ আসে বিধায় এই টুর্নামেন্টের ডিমান অনেক বেশি। সাম্প্রতি সময়ে ইউরো কাপ ২০২৩ প্রায় চলে আসছে ফুটবল বিশ্বকাপের পর ফুটবল প্রেমিদের পছন্দের তালিকায় ইউরো কাপ সবার প্রথমে।

ইউরো কাপে সবচেয়ে বেশি গোল কার:

ইউরোর সবচেয়ে বেশি গোল স্কোরার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি মোট ২৫ ম্যাচ খেলে ১৪ টি গোল করেন। তারপর দ্বিতীয় অবস্থানে আছেন ফ্রান্সের মিশেল প্লাতিনি তিনি মোট ৫ ম্যাচে ৯ গোল করে দ্বিতীয় স্থানটি দখল করে আছেন।

Bdtech18

Staff Reporter

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *